হাঁস খেতে গিয়ে জালে আটকে গেল অজগর

স্টাফ রির্পোটার : বরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রাম থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ওই গ্রামের ওয়াসিম শিকদারের পুকুরে জালে আটকে থাকা অবস্থায় অজগরটি দেখতে পায় গ্রামবাসী।

পরে ওয়াসিম শিকদারসহ গ্রামের কয়েকজন মিলে কৌশলে অজগরটি ধরে ফেলেন। অজগর ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেটিকে একনজর দেখার জন্য ওয়াসিম শিকদারের বাড়িতে ভিড় করেন।