হাজীগঞ্জে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

উন্নয়ন ডেস্ক –

হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ মে) দুপুরে তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কসংলগ্ন উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের দক্ষিণপাড়া এলাকার মাঠ থেকে ছয় ডাকাত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র (কিরিচ, কুড়াল, ছুরি, কাটার, এস এস পাইপ) ও একটি পিকআপ জব্দ করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করে বুধবার চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।