১৭ বাংলাদেশী ভিয়েতনামে দূতাবাসকে সহযোগিতা করছে না : পররাষ্ট্র মন্ত্রণালয়

উন্নয়ন ডেস্ক –

অজানা কারণে ভিয়েতনামে ১৭ বাংলাদেশী হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে সহযোগিতা করছেন না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, ভিয়েতনামে থাকা বাংলাদেশী শ্রমিকদের নিয়ে কিছু গণমাধ্যম প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রমিকদের কার্যক্রম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রবাসে থাকা শ্রমিকদের প্রয়োজনীয় সহযোগিতা ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার আইনি বাধ্যবাধকতার মধ্যে বাংলাদেশ দূতাবাস সেখানে এরই মধ্যে বাংলাদেশী নাগরিকদের সহযোগিতা করছে।

গত ২৫ মার্চ থেকে ভিয়েতনামের সঙ্গে সব আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা স্থগিত রয়েছে। যেসব বাংলাদেশী নাগরিক ৩ জুলাই থেকে বাংলাদেশ সরকারের অর্থে বাংলাদেশে ফিরতি ফ্লাইটের দাবি করে আসছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু বিদেশী টেলিভিশনে অযৌক্তিক নেতিবাচক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। সর্বশেষ ১৭ জনের একটি গ্রুপ যারা দূতাবাসের সামনে অবস্থান করে এখনই প্রত্যাবাসনের দাবি করছেন, ভিয়েতনাম ও দূতাবাস কর্তৃপক্ষ তাদের সাক্ষাত্কার নিয়েছে। বিদেশী শ্রমিকদের নিরাপত্তা বিবেচনায় ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয় এরই মধ্যে পুলিশকে বাংলাদেশে দালালদের নিয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছে। বিষয়টি বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে ভিয়েতনাম কর্তৃপক্ষ। ভিয়েতনাম পুলিশ জানায়, শ্রমিকরা ভিয়েতনামের কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করছেন। যে প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের ভিসা ব্যবস্থায় সহযোগিতা করেছিল এবং এ মানুষগুলোর দায়িত্ব নেয়ার কথা বলেছে। তাদের ভং তাও শহরে নিয়ে যাওয়াসহ সেখানে বাসস্থান ও চাকরি দেয়ার কথাও বলা হয়েছে। যখন বাণিজ্যিক ফ্লাইট চালু হবে, তখন তাদের প্রত্যাবাসন করা হবে।