২০ লাখ টন যব রফতানি করবে কানাডা

চলতি বছর কানাডা থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২০ লাখ টন যব রফতানি হতে পারে।মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার ও এগ্রিমানি।

কানাডা বিশ্বের চতুর্থ শীর্ষ যব উৎপাদনকারী দেশ।কৃষিপণ্যটির বৈশ্বিক শীর্ষ রফতানিকারকদের তালিকায় দেশটি ষষ্ঠ অবস্থানে রয়েছে। ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে কানাডার ইতিহাসে সবচেয়ে বেশি ২২ লাখ ৯৬ হাজার টন যব রফতানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৬১ শতাংশ বেশি।

এর পরের বছর দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি আগের বছরের তুলনায় ১২ দশমিক ৮৯ শতাংশ কমে ২০ লাখ টনে নেমে আসে। চলতি বছরও দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে যব রফতানি অপরিবর্তিত থাকতে পারে।