উন্নয়ন ডেস্ক –
স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫ জুনই উদ্বোধন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করেই আজ পদ্মা সেতু দাঁড়িয়ে আছে।
বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। পদ্মা সেতুর উদ্বোধনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা।
তিনি বলেন, ক্ষমতায় গিয়ে এর কাজ বন্ধ করে দিয়েছিল বিএনপি। কিন্তু আমরা আবার ক্ষমতায় এসে সেতুর কাজ পুনরায় শুরু করলাম। তারপর বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা করে এর কাজ শেষ করেছি।
করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতিতে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন। করোনাকালে সরকার প্রধানের সংবাদ সম্মেলনগুলোতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাংবাদিকরা।