জামালপুর প্রতিনিধি: দুই এসএসসি পরীক্ষার্থী জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বালিজুড়ী দারোগাবাড়ী মোড় এলাকায় ঢাকাগামী একটি বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হয়।
নিহত পরীক্ষার্থীরা হলো মাদারগঞ্জ উপজেলার সানসাইন হাইস্কুলের জাহিদুল ইসলাম (১৬) ও বালিজুড়ী এফএম হাইস্কুলের জুয়েল রানা (১৬)। তারা দুই বন্ধু মিলে প্রাইভেট পড়ার উদ্দেশে মোটর সাইকেল যোগে মাদারগঞ্জের জুনাইল বাজারের দিকে যাচ্ছিল।
বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে জুয়েল মারা যায়। গুরুতর আহত অবস্থায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায় জাহিদুল।
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। বাসটি আটক করা হয়েছে।