উন্নয়ন ডেস্ক –
উত্তর আমেরিকায় ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। ২০ জুলাই পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। এ কারণে ২১ জুলাই জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হয়ে ২২ জুলাই জিলহজ মাস শুরু হবে। তাই উত্তর আমেরিকাসহ বেশ কয়েকটি দেশে ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। উত্তর আমেরিকায় ধর্মীয় সেবাদানকারী মোহাম্মদী সেন্টার ও নিউইয়র্ক ঈদগাহের পরিচালক ইমাম কাজী কায়্যূম এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবারও নিউইয়র্ক ঈদগাহ ফেসবুক লাইভস্ট্রিমে ঈদুল আজহার জামাতের ব্যবস্থা করবে। ৩১ জুলাই সকাল নয়টায় মোহাম্মদী সেন্টার থেকে সরাসরি ফেসবুক লাইভে সম্প্রচারিত ঈদের জামাতে ঘর থেকেই মুসল্লিরা অংশ নিতে পারবেন। নিউইয়র্কের সময়ের সঙ্গে মিল আছে, যেমন: ট্রাইস্টেট, কানাডা ও উত্তর আমেরিকার এমন যেকোনো স্থান থেকে ভার্চ্যুয়াল এই ঈদুল আজহার জামাতে ইকতিদা করে নামাজ আদায় করা যাবে। ফেসবুকে Imam Qazi Qayyoom আইডি থেকে ভার্চ্যুয়াল এই ঈদুল আজহার জামাত সরাসরি সম্প্রচার করা হবে। আরও বিস্তারিত জানতে ১-৭১৮ ৪৯৬-৯৩৭৭ নম্বরেও যোগাযোগ করা যেতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, এবারও মোহাম্মদী সেন্টারের রামাদান ফাউন্ডেশন বিনা মূল্যে কোরবানির মাংস সংগ্রহ ও বিতরণের ব্যবস্থা করবে। ঈদের পরের দিন আগামী ১ আগস্ট বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোরবানির মাংস গ্রহণ এবং তা সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত ৩৭-৪২ ৭২ স্ট্রিটে মোহাম্মদী সেন্টার থেকে বিনা মূল্যে বিতরণ করা হবে। এ কারণে কোরবানির পশুর মাংসের একটি অংশ দান করে অসচ্ছল পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে বিত্তশালী প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।