৩ উইকেটে ১৫০ রান নিয়ে চা-বিরতিতে জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক: 
বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত ৬০ ওভারে ৩ উইকেটে ১৫০ রান করেছে সফরকারী জিম্বাবুয়ে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে।
অষ্টম ওভারের শেষ বলে জিম্বাবুয়ের প্রথম উইকেট তুলে নেন বাংলাদেশের পেসার আবু জায়েদ। ২৪ বলে ২ রান করেন সফরকারী দলের ওপেনার কেভিন কাসুজা।
এরপর ৭৩ রানের জুটি গড়ে মধ্যাহ্ন-বিরতিতে যান আরেক ওপেনার প্রিন্স মাসভাউরি ও তিন নম্বরে নামা অধিনায়ক ক্রেইগ আরভিন।
বিরতি থেকে ফিরে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন মাসভাউরি। শেষ পর্যন্ত ১৫২ বলে ৯টি চারে ৬৪ রানে অফ স্পিনার নাইম হাসানের প্রথম শিকার হন মাসভাউরি।
মাসভাউরির বিদায়ের পর ১০ রান করা বেন্ডন টেইলরকে সরাসরি বোল্ড করেন নাইম। তবে আরভিন ৮টি চারে ১৪৪ বলে ৬০ রানে অপরাজিত থেকে চা-বিরতিতে যান।
তার সঙ্গী সিকান্দার রাজার সংগ্রহ ৭। বাংলাদেশের নাইম ৪৫ রানে ২ ও আবু জায়েদ ৩২ রানে ১ উইকেট নেন। #