৯৯৯-এ ফোন দিয়ে ডাকাতি থেকে রেহাই

প্রযুক্তি ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমায় ডাকাতদের কবলে পড়া একটি বাসের যাত্রীরা ৯৯৯-এ কল দিয়ে রেহাই পেয়েছেন। তবে ডাকাতদের ঢিলের আঘাতে বাসচালক জখম হয়েছেন।
সোমবার ভোররাতে দক্ষিণ সুরমার সুনামগঞ্জ বাইপাস সড়কে এ ঘটনা ঘটে বলে ৯৯৯ মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।
বাসের যাত্রীরা জানান, সোমবার ভোররাত পৌনে ৪টার দিকে ঢাকা থেকে আসা সুনামগঞ্জগামী একটি বাস দক্ষিণ সুরমার সুনামগঞ্জ বাইপাস সড়কের লতিপুর এলাকার রেলক্রসিংয়ে পৌঁছলে মুখোশধারী ২০-২৫ জনের একটি ডাকাতদল গাছ ফেলে বাসের গতিরোধ করে। তাদের হাতে ছিল দা, রাম-দা, রড ও বন্দুক। #