উন্নয়ন ডেস্ক –
বেসিক ব্যাংকের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির গুলশান শাখার সাবেক ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কশিন-দুদক। আজ দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, মামলায় মেসার্স টাইটান এপারেলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসিবুর রহমান, ওই প্রতিষ্ঠানের পরিচালক মোসা. আরশিয়া আতিক এবং বেসিক ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপক (চাকরিচ্যুত) এস আসিফ আহমেদকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করেছেন। এর মাধ্যমে ২০০৮ সালের ৮ অক্টোবর থেকে ২০১২ সালের ৪ জানুয়ারি পর্যন্ত বেসিক ব্যাংকের ৮ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।