ইসরাইলি হামলার জবাব দিল সিরীয় বিমান বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী দামেস্কের কাছে ইসরাইলি হামলার জবাব দিয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা একথা জানায়। খবর এএফপি’র।
সানা জানায়, ‘আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী রাজধানীর পশ্চিমে ইসরাইলি হামলার জবাব দিয়েছে। তারা আরো জানায়, ইসরাইলের দখলকৃত গোলান হাইটসের সিরিয়ার আকাশসীমা থেকে এ হামলা চালানো হয়।
সানা জানায়, ‘লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই তারা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’
এএফপি’র সংবাদদাতারা বলেন, স্থানীয় সময় রাত ১টা ১৫ মিনিটের দিকে দামেস্কের বিভিন্ন এলাকা থেকে তারা বিস্ফোরণের শব্দ শুনতে পান। রাষ্ট্রীয় টেলিভিশনের ভিডিও ফুটেজে বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়।
সানা জানায়, আল-কিসওয়াহ এলাকা লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালায়। অতীতেও তারা এ এলাকায় কয়েকবার বিমান হামলা চালিয়েছে।
মানবাধিকার বিষয়ক সিরিয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, দামেস্কের কাছে কমপক্ষে তিনটি সরকারি ও ইরানীয় অবস্থান লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালায়।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এসব হামলার ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। #