একটি যাত্রীবাহী বাস থেকে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ফেনী প্রতিনিধি: র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ফেনীতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ৫ হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

ইয়াবার মূল্য আনুমানিক ২৮ লাখ ৫০ হাজার টাকা। মাত্র ১৭ দিনের ব্যবধানে শ্যামলী পরিবহন থেকে আরেকটি ইয়াবার চালনা জব্দ করা হয়েছে।

র্যা ব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোররাতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফেনীর মহিপালে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এ ইয়াবার চালান আটক করা হয়।

এ ঘটনায় বাসসহ চালক রমজান আলী (৫৫) ও সুপারভাইজার নয়ন কুমার কর্মকারকে (২৮) আটক করা হয়। আটক রমজান ময়মনসিংহের ত্রিশালের বানিয়াধলা গ্রামের মৃত আবদুর রহমান ও নয়ন বগুড়ার শেরপুরের চান্দাইকোনা গ্রামের আশুতোষ কর্মকারের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতরা ড্রাইভিংয়ের আড়ালে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।

ইয়াবাসহ আটককৃতদের ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাতে ফেনীতে শ্যামলী পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস থেকে

২৮ হাজার ৩শ ৮০ পিস ইয়াবা ট্যালেটসহ ওই বাসের যাত্রী কক্সবাজার সদর উপজেলার মগনামা গ্রামের মোঃ সাইফুল ইসলামকে (৩২) আটক করা হয়।