করোনার ধাক্কায় এক বছর পেছালো অলিম্পিক

স্পোর্টস ডেস্ক:
প্রবল সমালোচনা ও চাপের মুখে মঙ্গলবারই টোকিও অলিম্পিকের ভাগ্য নির্ধারিত হয়ে গেল। করোনাভাইরাসের আঘাতে অনুমিতভাবেই এক বছরের জন্য পিছিয়ে গেল এই গ্রহের সবচেয়ে বড় ক্রীড়া আসর।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে কাল জরুরি টেলিকনফারেন্সের পর অলিম্পিক স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন আইওসি সভাপতি টমাস বাখ।
আগামী ২৪ জুলাই শুরু হওয়ার কথা ছিল এবারের গ্রীষ্মকালীন অলিম্পিক। এখন সেটি হবে ২০২১ সালের গ্রীষ্মে। আধুনিক অলিম্পিকের ১২৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নির্ধারিত সূচি অনুযায়ী না হয়ে পিছিয়ে গেল অলিম্পিক গেমস।
বিশ্বযুদ্ধের কারণে তিনবার গেমস বাতিল হয়েছে- ১৯১৬, ১৯৪০ ও ১৯৪৪ সালে। এছাড়া রাজনৈতিক কারণে ১৯৮০ ও ১৯৮৪ অলিম্পিক বয়কট করেছিল অনেক দেশ।
সন্ত্রাসী হামলার কবলে পড়েছিল ১৯৭২ অলিম্পিক। কিন্তু কোনো অলিম্পিক গেমস স্থগিত হওয়ার ঘটনা এই প্রথম। #