করোনায় আক্রান্তে মৃত্যু বরগুনার ইউপি চেয়ারম্যানের

Coronavirus illustration of a virus on a turquoise background 3d render

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম নুরুল হক তালুকদার (৫৮) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। শনিবার সকালে ঢাকার বারডেম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আড়পাঙ্গাশিয়া ইউপির তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন নুরুল হক। তিনি গত ২৪ জুন জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। উপসর্গগুলো করোনাভাইরাসের মতো হওয়ায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ওই দিনই ঢাকার বারডেম হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ২৭ জুন আসা নমুনা পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা ‘পজিটিভ’ হন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নুরুল হক।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন বলেন, চেয়ারম্যানের লাশ নিজ এলাকায় দাফন করা হবে। স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।