কয়েক সপ্তাহের মধ্যে টিকা পেতে পারে দরিদ্রতম দেশগুলো : ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক:
জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে বিশ্বের দরিদ্রতম দেশগুলো করোনার টিকার প্রথম ডোজ গ্রহণের আশা করতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও বৃহস্পতিবার এ কথা জানায়।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ ও কানাডাসহ বিশ্বের কয়েকটি ধনী দেশে ইতোমধ্যেই টিকা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ডব্লিউএইচও’র ভ্যাকসিন বিষয়ক প্রধান কেইট ও’ব্রিয়েন জানান, বিশ্বব্যাপী ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ প্রচেষ্টায় নিয়োজিত কোভ্যাক্স দুই বিলিয়ন ডোজ টিকার জন্য চুক্তি করেছে এবং কয়েক সপ্তাহের মধ্যেই প্রথম চালান হাতে আসবে।

কোভ্যাক্সের লক্ষ্য এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৯২টি নিম্ন এবং নিম্ন-মধ্য-আয়ের দেশের ২০ শতাংশ লোকের জন্য বছরের শেষ অবধি ভ্যাকসিন সরবরাহ করা।

সামাজিক গণমাধ্যমে সরাসরি প্রচারিত অনুষ্ঠানে ও’ব্রিয়েন জানান, এই প্রকল্পে দুই বিলিয়ন ডোজেরও বেশি ভ্যাকসিন সংগ্রহ করা হবে।

তিনি বলেন, ‘আমরা সম্ভবত জানুয়ারির শেষের দিকে আর যদি তা না হয়, তবে অবশ্যই ফেব্রুয়ারির শুরুতে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভ্যাকসিন সরবরাহ করতে শুরু করবো।’