গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

উন্নয়ন ডেস্ক –

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেরেশনের সালনা এলাকায় বেতন বোনাস পরিশোধের দাবিতে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।

বুধবার (২৯ জুলাই) চলা ওই অবরোধে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে আধা ঘণ্টা পর যানবাহস চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা।

ওসি আলমগীর ভূঞা ও স্থানীয়রা জানান, সালনা এলাকার অক্সফোর্ড শার্ট লিমিটেডের শ্রমিকদের আজ বুধবার বেতন বোনাস পরিশোধের কথা ছিল। কর্তৃপক্ষ আগামীকাল দেয়ার কথা বললে শ্রমিকরা তা না মেনে বিক্ষোভ শুরু করে এবং এক পর্যায়ে কারখানা পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে অবরোধ করে। এ সময় ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতে নিয়ন্ত্রণে নেয়। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আজ বেতন বোনাস পরিশোধের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। এর আধাঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।