চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গেইলের বিরদ্ধে শাস্তির আবেদন করবে

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এ খেলতে না আসলে ক্রিস গেইলের বিরদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কাছে শাস্তির আবেদন করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ডিরেক্টর জালাল ইউনুস জানান, বিপিএল ড্রাফটের ব্যাপারে ক্রিস গেইল অবগত ছিলেন। সব কিছুর পরেই গেইলকে ড্রাফটে রাখা হয়েছিল। গেইল না আসলে আমরা অন্য খেলোয়ারকে নিয়ে নিব।তবে শৃঙ্খলা রক্ষার ব্যাপারে বিসিবির কঠোর ব্যবস্থা নিবে বলে আশা রাখি।

বিসিবি দাবি করে জানায়, নিয়ম মেনেই গেইলকে দলে নেওয়া হয়েছে। এমনকি তার এজেন্টের পাঠানো ডকুমেন্টে গেইলের স্বাক্ষর রয়েছে।

এর আগে বিপিএলের ড্রাফট থেকে ক্যারিবীয় ক্রিকেট তারকা গেইলকে কিনেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এর কিছু দিন পরে বোমা ফাটিয়ে জানান দেন ক্রিস গেইল। বিপিএল ড্রাফটে কিভাবে গেইলের নাম আসলো তা তিনি নিজেই জানেন না। এ ব্যাপারে গেইলের সাথে না-কি কোনো যোগাযোই করা হয়নি। এসময় বিস্ময় প্রকাশও করেন গেইল।