টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

উন্নয়ন ডেস্ক –

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রশিদ উল্লাহ (২৮)। তিনি রোহিঙ্গা ডাকাত খালেক গ্রুপের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

আজ বুধবার ভোররাতে টেকনাফের স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি লেদা রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মো. শফিক উল্লাহর ছেলে রশিদ উল্লাহ।

র‍্যাব-১৫ টেকনাফের ক্যাম্পের ইনচার্জ সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে, টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় ডাকাত দল অবস্থান করছে, এমন খবর পেয়ে বুধবার ভোরে র‍্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের সদস্যরা পিছু হটে। পরে ঘটনাস্থল তল্লাশি করে রশিদ উল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিতে বলেন। সেখানে নেওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।