তালেবানকে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:
তালেবান বিদ্রোহীদের বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে ইরান বলে জানিয়েছেন আফগানিস্তানের উরুজগান প্রদেশের পুলিশ প্রধান জেনারেল মুহাম্মদ হায়া। সৌদি আরবভিত্তিক আল-আরাবিয়াহর খবরে এমন তথ্য জানা গেছে।

রেডিও আজাদিকে মঙ্গলবার তিনি বলেন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহে তালেবান যোদ্ধাদের কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে ইরান। যেটা ম্যানপ্যাডস নামে পরিচিত।

তিনি বলেন, আমাদের কাছে এ ব্যাপারে যথেষ্ট প্রমাণ রয়েছে। তালেবানকে অস্ত্র দিচ্ছে ইরান। আফগান বাহিনীর বিমানে যাতে তালেবান হামলা চালাতে পারে, সে জন্যই এসব অস্ত্র দেয়া হচ্ছে।

গত ২৭ জানুয়ারি তালেবান দাবি করেছে, তারা গজনিতে একটি মার্কিন সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে। এতে বিমানটিতে থাকা উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

যদিও পরে মার্কিন সামরিক বাহিনী তালেবানের এই দাবি প্রত্যাখ্যান করেছে।

গত মাসে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে তালেবান। #