তীব্র অর্থনৈতিক মন্দার কবলে যুক্তরাজ্য

উন্নয়ন ডেস্ক –

গত ১১ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছে যুক্তরাজ্য।
গত ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছে যুক্তরাজ্য। করোনা ভাইরাসের কারণে লকডাউন জারি করার পর এপ্রিল থেকে জুন মাসের অর্থনীতিতে এই মন্দার ঘটনা ঘটে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যানবিষয়ক দফতরের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম তিনমাসের তুলনায় এপ্রিল থেকে জুন মাস নাগাদ যুক্তরাজ্যের অর্থনীতি ২০.৪ শতাংশ সংকুচিত হয়ে যায়।

তবে কর্মকর্তারা বলছেন, জুন মাসে চলাচলে নিষেধাজ্ঞা সহজ হতে শুরু করার পর অর্থনীতি আবার সচল হয়ে উঠেছে।