দেশে এখনও ব্যাপক সংক্রমণ হয়নি: আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক:
দেশে এখনও ব্যাপকভাবে কমিউনিটি সংক্রমণ হয়নি বলে জানিয়েছে আইইডিসিআর।
দেশে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন।
এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
রোববার (২২ মার্চ) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ফ্লোরা দাবি করে বলেন, ভাইরাস কমিউনিটির মধ্যে ছড়িয়েছে, তা এখনও নিশ্চিতভাবে বলা যাবে না।
তিনি বলেন, ‘‘কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে কিনা তা যাচাই করতে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া নিউমোনিয়া রোগীদেরও আমরা করোনাভাইরাস পরীক্ষা করি। সম্পূর্ণ নিশ্চিত না হয়ে আমরা বলতে পারবো না কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে কিনা।’’
তিনি জানান, আগে আক্রান্তদের মধ্যে থেকে ২ জন এবং নতুন আক্রান্তদের মধ্যে থেকে আরও ৩ জনসহ মোট ৫ জন সুস্থ হয়েছেন।
পরপর দু’টি পরীক্ষায় নেগেটিভ আসলে ‘কোভিড’মুক্ত বলে ঘোষণা করা হয়।
তিনি জানান, মোট আক্রান্তদের মধ্যে তিনজন আগেই সুস্থ হয়েছেন। আরও দু’জন আজ চলে যাচ্ছেন। অর্থাৎ এখন দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২০ জন। #