দেশে করোনা পরিস্থিতি অস্বাভাবিক নয়: কাদের

উন্নয়ন বার্তা ডেস্ক:
দেশে করোনা পরিস্থিতি অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণে কোনো ঘাটতি নেই সরকারের। সরকার এটিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত সময়মতো নেয়া হবে।
করোনার মতো রাজনৈতিক ভাইরাস বিএনপির ভেতরে আছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সব বিষয়ে সরকারের ওপর দোষ চাপানোর কৌশলের রাজনীতি করছে। তাদের এ কুটকৌশল কখনোই বন্ধ হবে না। কারণ দেশ ও সমাজের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, সারাক্ষণ শুধু তাদের সেই ভাবনা।
সরকারের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই।
সংবাদ সম্মেলন শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ নেতারা। #