পবিত্র শবে বরাত উপলক্ষ্যে বিরোধীদলীয় নেতার বাণী

উন্নয়ন বার্তা ডেস্ক:

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী
দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বাংলাদেশসহ মুসলিম
বিশ্বের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও উন্নতি কামনা করেছেন।

বিরোধী দলীয় নেতা তাঁর দেওয়া বাণীতে বলেন, মহান আল্লাহ্ তা’য়ালা তাঁর বান্দাদের জন্য কয়েকটি রাতকে বিশেষভাবে বরকতময় করে দিয়েছেন। পবিত্র শবে বরাত তার মধ্যে অন্যতম। পবিত্র শবে বরাত মুসলমানদের জন্য এক মহিমান্বিত ও বরকতময় রজনী। মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বারতা নিয়ে শবে বরাত প্রতিবারের ন্যায় এবারও আমাদের মাঝে সমাগত।

বাণীতে তিনি আরও বলেন, “পবিত্র এ রজনী আল্লাহ তা’য়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়।”

“স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে একাগ্রচিত্তে এবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র শবে বরাত সকলের জন্য রহমত, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক, মহান আল্লাহর দরবারে এমনই প্রার্থনা করেন বিরোধী দলীয় নেতা ।”