বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যেন আর না হয়: সিনহার মা

উন্নয়ন ডেস্ক –

পুলিশের গুলিতে নিহত সিনহার বিচার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট বলে উল্লেখ করেছেন তার মা নাসিমা আক্তার। তিনি চান এ ধরণের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যেন আর না ঘটে।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় সিনহাদের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই দাবি জানান নাসিমা আক্তার। এসময় ছেলেকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পরেন।

সিনহার মা বলেন, সাংবাদিকদের লেখা আমি পড়ছি। আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। দেশের সুন্দর পরিবেশ আপনারাই আনবেন। আমরাই আনব। আমার তো সব শেষ হয়ে গেছে। এই যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডটি ঘটল। এ ধরনের ঘটনা যেন আর না হয়। প্রত্যেক মায়ের প্রতিনিধি হয়ে বলব। এ ধরনের ঘটনা যেন আর না হয়।

তিনি আরো বলেন, সিনহা সবসময় ক্রিয়েটিভ কাজ করতে চাইত। ও বলতো, আমি আমার মনের খোরাকের জন্য কাজ করি; যাতে মানুষ উপকৃত হয়।

৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর কক্সবাজারের টেকনাফ থানা থেকে বরখাস্ত করা হয় ওসি প্রদীপকে। বর্তমানে প্রদীপ কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন।