ব্যাংকে বিনিয়োগ টানতে আলাদা উইন্ডোর নির্দেশ

উন্নয়ন ডেস্ক –

সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সেবা দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোতে আলাদা উইন্ডো খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ নামে এই উইন্ডো আগামী তিন মাসের মধ্যে স্থাপন করতে হবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এসংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

বর্তমানে কোনো বিনিয়োগকারী বাংলাদেশ ব্যাংকের এমআই মডিউলে ‘সিকিউরিটিজ অ্যাকাউন্ট’ খুলে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ ও সেকেন্ডারি মার্কেটে লেনদেন করে থাকে।