রাহিম আজহারীর উপর হামলায় নিন্দা আহলে সুন্নাতের

চট্টগ্রাম ব্যুরো:
আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব আল্লামা বাকি
বিল্লাহ জালালী রাহ. এর সাহেবজাদা তরুণ বক্তা আবদুল মোস্তফা রাহিম
আজহারীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল
জামাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী, মহাসচিব
সৈয়দ মসিহুদ্দৌলাহ্ ও নির্বাহী মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম
মুহাম্মদ ফজলুল হক।

নেতৃবর্গ বলেন-চট্টগ্রামে মাহফিল চলাকালে মন্ঞ্চে প্রকাশ্যে পরিকল্পিত
হত্যার উদ্যোশ্যে বটি নিয়ে এ হামলা করা হয়েছে। তা কোনভাবে আকস্মিক নয় বরং
পরিকল্পিত। এ হামলার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। সুন্নী আলেমকে সত্য কথা
বলা থেকে বিরত রাখতে কণ্ঠরোধ করার মানসে পরিকল্পনার অংশবিশেষ বলে মন্তব্য
করেন।

নেতৃবর্গ এক যুক্ত বিবৃতিতে বলেন-জঙ্গিবাদী গোষ্টি ওহাবীবাদ মাথা চাড়া
দিয়ে উঠলেও তাদের ব্যাপারে সরকারে নিরবতা, সখ্যতা এমন হামলার দু:সাহস
দেখিয়েছে। প্রকাশ্যে জনবহুল মাহফিলে এ হামলা আইনের প্রতি বৃদ্ধাঙ্গলি
প্রদর্শনের শামিল। বাতিল সম্প্রদায়রা কুরআন-হাদীসকে ভিন্নভাবে উপস্থাপন
এবং অলি-আউলিয়া বিরোধী বক্তব্য জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। এ হামলায় জড়িত
ব্যক্তি ও পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী
করেছেন। #