মে ১২, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

ড. কামাল-রব-মান্নার সমালোচনায় ইনু

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সঙ্গে মিলে রাজনৈতিক মোর্চা জাতীয় ঐক্যফ্রন্ট করায় ড. কামাল হোসেনের কড়া সমালোচনা করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি এই ঐক্য দেশের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেন।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ভাষা আন্দোলন ও কমরেড মোহাম্মদ তোয়াহার ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল হোসেন ও আ স ম আবদুর রবের সমালোচনা করে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, আ স ম আবদুর রব, মান্না, কাদের সিদ্দিকী এবং ড. কামাল হোসেনের মতো লোক যখন বিএনপির কাফেলায় যুক্ত হয়, তখন আমি অশনিসংকেত দেখি।

বিএনপিকে রাজনীতির জন্য কেউটে সাপ বলেও মন্তব্য করেন ইনু। বলেন, এত কিছুর পরও খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি যুদ্ধাপরাধীদের দল থেকে বের করেনি। জামায়াত ত্যাগ করেনি। সুতরাং রাজনীতিতে বিএনপি বিষবৃক্ষ এবং কেউটে সাপ। বিষধর সাপের সঙ্গে মানবকূলের সহাবস্থান হয় না।

আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ। #

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit

আরো পড়ুন