আদর্শ কৃষক প্রতিযোগিতায় কাপাসিয়ার কামরুজ্জামান সবুর জেলায় সেরা তৃতীয়

উন্নয়ন ডেস্ক –

কাপাসিয়া (গাজীপুর) থেকে এফ এম কামাল হোসেন :
গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আদর্শ কৃষক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কাপাসিয়ার কামরুজ্জামান সবুর সেরা তৃতীয় এসএমই কৃষক নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে ১০ আগষ্ট আনুষ্ঠানিক ভাবে সেরাদের নগদ অর্থ, সনদ ও কৃষি পুরস্কার প্রদান করা হয়েছে।
জানা যায়, গাজীপুর জেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরÿণ ও বিতরণে উলেøখযোগ্য অবদান রাখায় জেলায় সেরাদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ আবুল কাসেম ডালি সেরা কৃষকদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন। কাপাসিয়ার টোক ইউনিয়নের টোকনগর গ্রামের কামরুজ্জামান সবুর সেরা তৃতীয় হিসাবে নগদ ৫ হাজার টাকা ও উল্লেখিত পুরস্কারে ভূষিত হন। তিনি টোকনগর আলীম মাদরাসার সহকারী শিক্ষক।
এফ এম কামাল হোসেন
১৩/৮/২০২০
কাপাসিয়া, গাজীপুর।