জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

বৃষ্টিপাত থাকতে পারে আরও ৩ দিন

উন্নয়ন ডেস্ক –

রাজধানীসহ সারাদেশে গত দু’দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আরও তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ নাজমুল হক জানান, মৌসুমী জলবায়ু সক্রিয় থাকায় বুধবার জুড়ে রাজধানীতে এবং দেশের অন্যান্য অঞ্চলে আগামী ৭২ ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। খবর ইউএনবির

এ আবহাওয়াবিদ জানান, সারাদেশে সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৪১ মিলিমিটার এবং রাজধানীতে সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে সোমবার ও মঙ্গলবার রাতের টানা বৃষ্টিতে রামপুরা, শান্তিনগর ও মিরপুরসহ বেশ রাজধানীর বেশ কিছু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীর।

বৃষ্টির কারণে রাস্তায় যানবাহন কমে যাওয়ায় অনেককেই হেঁটে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে। বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ অফিসগামী মানুষেরা।

এছাড়া কুমিল্লায় ১৫৬ মিলিমিটার, কুতুবদিয়ায় ১৫৪ মিলিমিটার এবং কক্সবাজারে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সাথে অস্থায়ী দমকা বাতাস বয়ে যেতে পারে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit