ভারতে একদিনেই ৪০ হাজার আক্রান্ত

উন্নয়ন ডেস্ক –

করোনাভাইরাস ভয়াবহ রুপ নিয়েছে প্রতিবেশি দেশ ভারতে। অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে সর্বনাশা করোনায় দেশটির আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪০ হাজার ৪২৫ জন নতুন করে কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন। একদিনে এত সংখ্যক মানুষ দেশটিতে এর আগে আক্রান্ত হননি। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।