জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

যুক্তরাজ্যের প্রতিনিধি দলের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে  তার কার্যালয়ে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন।

ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এসোসিয়েটেড ব্রিটিশ ফুডস-এর কোম্পানি সেক্রেটারি পল লিস্টার এবং সাইমন প্রজেক্টের পরিচালক ড. জেভিয়ার শনিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গার্মেন্টস খাতের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। কর্মস্থলে শ্রমিকদের ঝুঁকি প্রশমনের উপর তারা গুরুত্বারোপ করেন।

যুক্তরাজ্যের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটে চলমান ‘গার্মেন্টস কারখানায় ঝুঁকি হ্রাস ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক গবেষণা প্রকল্প সম্প্রসারণের ব্যাপারেও বৈঠকে আলোচনা করা হয়।

এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit