এপ্রিল ২৯, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

লেবু চাষ করে সফলতার আশা

নিজস্ব প্রতিবেদক:
লেবু চাষ করে ভাল আয়ের স্বপ্ন দেখছেন হাকিমপুর উপজেলার ছোট জালালপুর গ্রামের লেবু চাষি নজিব বিন হাবিব।

তিনি সাড়ে ৫ বিঘা জমিতে লেবুর বাগান গড়েছেন। এতে কমপক্ষে ৩ লাখ টাকার লেবু বিক্রি করতে পারবেন বলে মনে করছেন তিনি।

আলাপকালে জালালপুর গ্রামের এই লেবু চাষি বলেন, ‘আমি সখের বসে সাড়ে ৫ বিঘা জমির উপর তিনটি লেবুর বাগান করেছি। ১৮ মাস আগে উপজেলা কৃষি অফিসের পরামর্শে আড়াই বিঘা, দেড় বিঘার দুইটি মোট সাড়ে পাঁচ বিঘায় ৩টি লেবুর বাগান করি। বাগানে তিন জাতের লেবু গাছ আছে। চায়না থ্রি, সিফলেস এলাসি ও টাঙ্গাইলি লেবু। তবে চায়না থ্রি লেবু গাছে সারা বছর লেবু ধরে। কম খরচে ফলন ভালো ও লাভ বেশি হওয়ায় বাণিজ্যিকভাবে লেবু চাষ শুরু করেছি।’

তিনি বলেন, ‘লেবু চাষে প্রতি বিঘায় ১৫ হাজার করে মোট সাড়ে পাঁচ বিঘা জমিতে প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়েছে আমার। আমার বাগানের প্রতিটি গাছে প্রচুর লেবু ধরেছে। আশা করছি আগামী রমজানের মধ্যে তিনটি বাগান থেকে কমপক্ষে ৩ লাখ টাকার লেবু বিক্রি করতে পারবো।’

লেবু চাষি নজিব বলেন, ‘আমার বাগানে দুই জন লেবার সব সময় বাগানের পরিচর্যা করে থাকে। লেবু বাগানে গোবর, ডেপ, পটাস, ইউরিয়া ও চুন দিয়ে আসছি। সাতদিন পর পর বাগানে পানি সেচ দেই। আমার লেবু বাগান দেখে অনেকেই লেবুবাগান করতে উদ্বুদ্ধ হচ্ছেন।’

হাকিমপুর (হিলি) উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন বলেন, ‘হাকিমপুর উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে অনেক লেবু বাগান হয়েছে। এখানকার মাটি লেবু চাষের জন্য বেশ উপযুক্ত।’

দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইকবাল জানান, জেলার ১৩টি উপজেলায় মোট ১০৭ হেক্টর জমিতে লেবুর চাষ হচ্ছে। যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৬২ মেট্রিক টন। লেবু চাষে উদ্বুদ্ধ করতে প্রতিটি উপজেলার কৃষি অফিসারসহ কর্মচারীরা তাদের পরামর্শ ও সহযোগীতা প্রদান করছেন। #

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit

আরো পড়ুন