মে ৩, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

৪১৫ বাংলাদেশি দাম্মাম থেকে ফিরলেন

উন্নয়ন ডেস্ক –

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে সৌদি আরবের দাম্মাম থেকে দেশে ফিরেছেন ৪১৫ বাংলাদেশি। আজ বুধবার (২২ জুলাই) সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তাঁরা দেশে ফিরতে পারছিলেন না। একপর্যায়ে সৌদি ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাঁদেরকে দেশে ফিরিয়ে আনে। দেশে ফেরাদের মধ্যে সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন।

এদিকে আগের দিন বিমানের অন্য একটি বিশেষ ফ্লাইটে ৪১৮ জন দেশে ফিরেছেন সৌদির রিয়াদ থেকে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit