মে ১৯, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক:
প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানী (৮৭) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তার ছেলে সাগর লোহানী জানান, মাসখানেক ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন কামাল লোহানী। তার ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে। এর আগে দু’বার কিছুদিন করে হাসপাতালে ছিলেন তিনি। মাঝে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বৃহস্পতিবার সকালে আবার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি দৈনিক সংবাদ, দৈনিক আজাদ, ‘দৈনিক বার্তা ও দৈনিক পূর্বদেশসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সাংবাদিক ইউনিয়নে দুইবার যুগ্ম-সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হন তিনি।

১৯৬২ সাল থেকে সাড়ে চার বছর ছায়ানট সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন কামাল লোহানী। ১৯৬৭ সালে মার্কসবাদী আদর্শে গড়ে তোলেন ‘ক্রান্তি’।

২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে উদীচীর কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য কামাল লোহানী। #

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit